বাংলাদেশ একটি রোগের নাম | রায়হান মুশফিক

বাংলাদেশ একটি রোগের নাম
বাংলাদেশ একটি রোগের নাম
[]
আহত কিছু মানুষ-
গিলে খাচ্ছে পৃথিবীর সব ঘাস,
ঘুম হয়ে যাওয়া চোখে সেসব দেখছে,
কয়েকটা সতেজ গিনিপিগ;
যারা এতদিন শিকার হয়েছে নতুন আবিস্কারের! 
.
ভীষণ কঠিন এক রোগের নাম বাংলাদেশ!
এতদিনে জেনে গেছে-
মহামারি থেকে বেঁচে যাওয়া কতিপয়
মানুষ। আহা! কতশত প্রাণ....
.
যেসব খুঁটির উপর দাঁড়িয়ে আছে-
বাংলাদেশের ছাদ; হায়!
সেসব খুঁটিই ঘুণধরা,
প্রহসনের মঞ্চনাটকের ঠগ,
বিবৃতি দেয় পরিচয়।
.
ঘুম ভাঙবে না কখনোই-
জেগে আছে যে রাখাল,
জানেনা গরুগুলো তার কেমন
মাত্রাতিরিক্ত এন্টি-কোয়ান্টেরাইন!


২৫/০২/২০২০

Comments

Popular posts from this blog

মেমসাহেব - নিমাই ভট্টাচার্য pdf Re-arranged by Raihan Musfiq

রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি ১,২ পিডিএফ | রায়হান মুশফিক