তোমাকে পাবার বাসনা হে... | রায়হান মুশফিক |

তোমাকে পাবার বাসনা হে...
[]
আবার রাত বাড়তে থাকে....
বাড়তে থাকে তোমার আমাকে পাবার বাসনা;
আমরা বাসনা বাড়তে দিয়ে বাতাস পোহাই, অপেক্ষা করি
যুগল জীবনের দিন আমাদেরই হবে!

গুটিয়ে যাওয়া শার্টের আস্তিনে
আমরা হেঁটে চলি...
অবিরাম অনন্ত পথ;
ঘুম নেমে আসে চোখের পাতায়, নরম বালিশে, হাতে-
আমরা আমাদের হবো ঠিক কবে?

এইসব রাতের আকুতি....
ফিরে আসে থেকে থেকে প্রণয়ের কাছে;
আহত হৃদয় ঘুমিয়ে যাও এবার
ডাকছে ঘুমপাখিরা ঐ-
কথাদের আড়ালে!

আমাদের লিখিত হবে সংবিধান...
অলস আকাশের কার্নিশে;
যুগল ঘুমের রেস ছুটে আসবে
বাসনার পাশে
তুমি আমি পাশাপাশি দাঁড়ালে!

এপ্রিল ১৮, ২০১৯

Comments

Popular posts from this blog

মেমসাহেব - নিমাই ভট্টাচার্য pdf Re-arranged by Raihan Musfiq

রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি ১,২ পিডিএফ | রায়হান মুশফিক