ধর্ষিত রাষ্ট্র
চৈতি দুপুরে উড়ে যাচ্ছে কিছু ধুলোর মেঘ।
সম্ভ্রম হারিয়ে নিথর পড়ে থাকে আমাদের বোন।
আর বিকৃত কিছু জানোয়ার-
সোনালী রোদ মেখে সতেজ ঘুমিয়ে থাকছে সবুজ মায়ের কোলে!
এ যেন পরম নিশ্চিতের আবাস।
আমরা অবশেষে জেনেছি রাষ্ট্রের ছানিপড়া চোখ,
কখনো তার বোধ হবেনা-
ওরা, বারবার রাষ্ট্রকেই ধর্ষণ করে চলেছে বোনের আদলে!
সম্ভ্রম হারিয়ে নিথর পড়ে থাকে আমাদের বোন।
আর বিকৃত কিছু জানোয়ার-
সোনালী রোদ মেখে সতেজ ঘুমিয়ে থাকছে সবুজ মায়ের কোলে!
এ যেন পরম নিশ্চিতের আবাস।
আমরা অবশেষে জেনেছি রাষ্ট্রের ছানিপড়া চোখ,
কখনো তার বোধ হবেনা-
ওরা, বারবার রাষ্ট্রকেই ধর্ষণ করে চলেছে বোনের আদলে!
Comments
Post a Comment