Popular posts from this blog
আমি কি তোমায় খুব বিরক্ত করছি | লিরিক্স | Ami Ki Tomai Khub Birokto Korchi | Lyric
আমি কি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারো তা আমায় হয়তো আমার কোনো প্রয়োজন নেই কেন লেগে থাকি একটা কোণায় তুমি বলে দিতে পারো তা আমায় চিঠি লিখবো না ঐ ঠিকানায় আমারও তো মন ভাঙে চোখে জল আসে. আর অভিমান আমার ও তো হয় অভিমান আমার ও তো হয় যদি ঐ মুঠো ভরা শিউলিফুল যদি এই খুলে রাখা কানের দুল লক্ষীটি একবার ঘাড় নেড়ে সম্মতি দাও আমি যাই ছেড়ে এতবার আসা যাওয়া একই পথ দিয়ে কি তোমার তো চোখে পড়েনা এত কথা বলি পাখি হয়ে উড়ে যায় সব তোমাকেই ছুঁতে পারে না তাহলে কি আমি কেউ নই যেন অজানা ভাষায় লেখা বই আমারতো মনে হয় মাঝে মাঝে ছুঁয়ে দেখি সুযোগটা পাচ্ছি কই আমি সুযোগটা পাচ্ছি কই যদি ঐ মুঠো ভরা শিউলিফুল যদি এই খুলে রাখা কানের দুল লক্ষীটি একবার ঘাড় নেড়ে সম্মতি দাও আমি যাই ছেড়ে আমি কি তোমায় খুব বিরক্ত করছি.
Not CE
ReplyDeleteThanks for Comment!
DeleteNot CE
ReplyDeleteNot CE
ReplyDelete