বিশ্রাম


আরবী বণিকের পিঠ থেকে
ঝরে পড়া এক টুকরো ক্লান্তি কুড়িয়ে;
আমি শুকোতে দেই জারুল তলায়।

নাসার একদল বিজ্ঞানী, মঙ্গল গ্রহে
বড় একটা খাজের সন্ধান পেয়েছেন;
ছবি বেরিয়েছে গতকাল।

ভারতের ভেল্লোরে,
চলন্ত গাড়িতে ধর্ষিত হয়েছে একজন কলেজ ছাত্রী।

আর এই সমস্ত খবর প্রচার হতে থাকে
বি বি সি বাংলার মধ্যরাতের পরিক্রমায়;
রাত্রি সাড়ে দশটা।

কাল তোমার সাথে দেখা হবে বহুদিন পর-
একগুচ্ছ গোলাপ আর একটা কবিতা লিখে রেখে,
আমি ঘুমোতে যাই।

Comments

Popular posts from this blog

মেমসাহেব - নিমাই ভট্টাচার্য pdf Re-arranged by Raihan Musfiq

রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি ১,২ পিডিএফ | রায়হান মুশফিক