আদর্শ হিন্দু হোটেল (ফ্রেশ কপি) pdf
আদর্শ হিন্দু হোটেল বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ে র লেখা অন্যতম সেরা উপন্যাস। উপন্যাসটি শুরু করার আগে আমি বলবো বর্তমান সময়ের সাথে তুলনা না করে চিন্তাধারাকে কয়েক বছর পিছিয়ে পড়া শুরু করতে, একে মন্দ লাগবে না বৈকি। বরং এতেই লেখকের লেখনী ও পাঠকের সাহিত্য পিপাসা সার্থক হবে। চরিত্র বিশ্লেষণঃ উপন্যাসের মূল চরিত্রে রয়েছে “হাজারি ঠাকুর”। বউ ও মেয়েকে গ্রামে রেখে সে রানাঘাটের বেচু চকোত্তির হোটেলে চাকরী করে রসুইয়ে বামনের(রাধুনীর) কিন্তু স্বপ্ন তার আকাশ ছোয়া। সে চায় নিজের হোটেল খুলতে। সূদুর কোলকাতা থেকে তার রান্নার সুনাম শুনে খেতে চলে আসে বড় বাবুরা। তারপরের গুরুত্বপূর্ণ চরিত্রটিই “পদ্ম ঝি” এর। বেচু চকোত্তির ডান হাত বলা যায় তাকে। কোন এক অজানা কারনে তার কথা ফেলতে পারেনা চকোত্তি মশায়। গল্পের শেষের দিকে তা স্পষ্ট করেছেন লেখক। “কুসুম” হচ্ছে হাজারী ঠাকুরের গায়ের মেয়ে। হাজারীকে সে বাবার আসনে স্থান দিয়েছে। হাজারীও তাকে খুব পছন্দ করে৷ হোটেলের রাধা খাবার মাঝে মাঝে নিজে না খেয়ে কুসুমের জন্য নিয়ে যায় হাজারী৷ গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে রয়েছে অতসী নামক গায়ের সাহেবের মেয়ে৷ দেবীর মতো নরম মনের মেয়েটি হাজারী