তাঁর শরীরে কবিতার ঘ্রাণ!

তাঁর শরীরে কবিতার ঘ্রাণ
আমাকে ব্যবচ্ছেদ করেন যিনি;
শব্দের পান্ডুলিপি থেকে আসে অশরীরী দেবজান,
অসম্ভব আবেগ নিয়ে ভালোও বাসেন তিনি।

ছন্দ লুট হয়ে গেলে পড়ে থাকে গদ্য গল্পের প্রেম
পড়তে পড়তে জানতে পারে নবীন পাঠক;
অথচ কবিতায় এসেছিলো এক অন্তিম-
সূর্যের তলে কিশোরী প্রেমিকার মুখ!

তাকেঁ দেখতে ইচ্ছে হলেই চোখ বুঝি
শব্দের স্রোতে ভেসে আসে ঠিক দুয়ারে আমার!
ব্যবচ্ছেদ টেবিলে শুয়ে শরীরের ঘ্রাণ খুঁজি!
শরীরের বদলে ব্যবচ্ছেদ হয় কবিতার।

আমাকে পড়তে গেলে কবিতার মত-
তিনিও কণ্ঠে পদ্ম ফোটান শতশত!

মার্চ ৬, ২০১৮
Raihan Musfiq

Comments

  1. আমার প্রিয় একটা কবিতা!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

মেমসাহেব - নিমাই ভট্টাচার্য pdf Re-arranged by Raihan Musfiq

রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি ১,২ পিডিএফ | রায়হান মুশফিক