মিনতি || রায়হান মুশফিক
মিনতি [] পথ হারিয়ে যাওয়া পাখির মত উদ্ভ্রান্ত- বাসা একা কাঁদে শোকে; ক্রমে ফুরিয়ে যায় বিকেল . যেভাবে বন্ধন গড়ে ওঠে সুতোর বুকে আমরা গেঁথেছি আমাদের পথচলা! তবু দুরে চলে যাস, তবু পর হয়ে যাই নিয়তি যে পাখিকে আটকে রাখতে দেয়না কখনো- মনোবল কুড়িয়ে ফের বেঁধে নিয়ে বাসা এক; বাচ্চা পাখিও সংসারী হয়, মা হয়ে ওঠে! অদুর ডাকছে হাতছানিতে... কাছে টেনে জড়িয়ে নাও; . শুধু মিনতি আমার- স্মৃতির কোণে যেন থাকে আমাদের অশরীরী বন্ধন! ১ মার্চ, ২০১৯