Posts

Showing posts from January, 2019

ভেজাল - সুকান্ত ভট্টাচার্য

Image
ভেজাল, ভেজাল ভেজাল রে ভাই, ভেজাল সারা দেশটায়, ভেজাল ছাড়া খাঁটি জিনিষ মিলবে নাকো চেষ্টায়! ভেজাল তেল আর ভেজাল চাল, ভেজাল ঘি আর ময়দা, `কৌন ছোড়ে গা ভেজাল ভেইয়া, ভেজালসে হ্যায় ফয়দা।' ভেজাল পোশাক ভেজাল খাবার, ভেজাল লোকের ভাবনা, ভেজালেরই রাজত্ব এ পাটনা থেকে পাবনা। ভেজাল কথা--- বাংলাতে ইংরেজী ভেজাল চলছে, ভেজাল দেওয়া সত্যি কথা লোকেরা আজ বলছে। `খাঁটি জিনিষ' এই কথাটা রেখো না আর চিত্তে, `ভেজাল' নামটা খাঁটি কেবল আর সকলই মিথ্যে। কলিতে ভাই `ভেজাল' সত্য ভেজাল ছাড়া গতি নেই, ছড়াটাতেও ভেজাল দিলাম, ভেজাল দিলে ক্ষতি নেই॥

আমি কি তোমায় খুব বিরক্ত করছি | লিরিক্স | Ami Ki Tomai Khub Birokto Korchi | Lyric

আমি কি তোমায় খুব বিরক্ত করছি  বলে দিতে পারো তা আমায়  হয়তো আমার কোনো প্রয়োজন নেই  কেন লেগে থাকি একটা কোণায়  তুমি বলে দিতে পারো তা আমায়  চিঠি লিখবো না ঐ ঠিকানায়  আমারও তো মন ভাঙে চোখে জল আসে. আর অভিমান আমার ও তো হয় অভিমান আমার ও তো হয় যদি ঐ মুঠো ভরা শিউলিফুল  যদি এই খুলে রাখা কানের দুল  লক্ষীটি একবার ঘাড়  নেড়ে  সম্মতি দাও আমি যাই ছেড়ে  এতবার আসা যাওয়া একই পথ দিয়ে  কি তোমার তো চোখে পড়েনা  এত কথা বলি পাখি হয়ে উড়ে যায়  সব তোমাকেই ছুঁতে পারে না  তাহলে কি আমি কেউ নই  যেন অজানা ভাষায় লেখা বই আমারতো মনে হয় মাঝে মাঝে ছুঁয়ে দেখি  সুযোগটা পাচ্ছি  কই  আমি সুযোগটা পাচ্ছি  কই  যদি ঐ মুঠো ভরা শিউলিফুল  যদি এই খুলে রাখা কানের দুল  লক্ষীটি একবার ঘাড়  নেড়ে  সম্মতি দাও আমি যাই ছেড়ে  আমি কি তোমায় খুব বিরক্ত করছি.