KUET - Khulna University of Engineering & Technology খুলানা বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়। খুলনার ফুলবাড়ি থানায় অবস্থিত। ১০১ একর এর বিশাল জায়গা জুড়ে এর অবস্থান। ভিডিওতে পুরো ক্যাম্পাস দেখানো হয়েছে। KUET - Khulna University of Engineering & Texhnology
Posts
Showing posts from 2019
মিনতি || রায়হান মুশফিক
- Get link
- X
- Other Apps
মিনতি [] পথ হারিয়ে যাওয়া পাখির মত উদ্ভ্রান্ত- বাসা একা কাঁদে শোকে; ক্রমে ফুরিয়ে যায় বিকেল . যেভাবে বন্ধন গড়ে ওঠে সুতোর বুকে আমরা গেঁথেছি আমাদের পথচলা! তবু দুরে চলে যাস, তবু পর হয়ে যাই নিয়তি যে পাখিকে আটকে রাখতে দেয়না কখনো- মনোবল কুড়িয়ে ফের বেঁধে নিয়ে বাসা এক; বাচ্চা পাখিও সংসারী হয়, মা হয়ে ওঠে! অদুর ডাকছে হাতছানিতে... কাছে টেনে জড়িয়ে নাও; . শুধু মিনতি আমার- স্মৃতির কোণে যেন থাকে আমাদের অশরীরী বন্ধন! ১ মার্চ, ২০১৯
ভেজাল - সুকান্ত ভট্টাচার্য
- Get link
- X
- Other Apps
ভেজাল, ভেজাল ভেজাল রে ভাই, ভেজাল সারা দেশটায়, ভেজাল ছাড়া খাঁটি জিনিষ মিলবে নাকো চেষ্টায়! ভেজাল তেল আর ভেজাল চাল, ভেজাল ঘি আর ময়দা, `কৌন ছোড়ে গা ভেজাল ভেইয়া, ভেজালসে হ্যায় ফয়দা।' ভেজাল পোশাক ভেজাল খাবার, ভেজাল লোকের ভাবনা, ভেজালেরই রাজত্ব এ পাটনা থেকে পাবনা। ভেজাল কথা--- বাংলাতে ইংরেজী ভেজাল চলছে, ভেজাল দেওয়া সত্যি কথা লোকেরা আজ বলছে। `খাঁটি জিনিষ' এই কথাটা রেখো না আর চিত্তে, `ভেজাল' নামটা খাঁটি কেবল আর সকলই মিথ্যে। কলিতে ভাই `ভেজাল' সত্য ভেজাল ছাড়া গতি নেই, ছড়াটাতেও ভেজাল দিলাম, ভেজাল দিলে ক্ষতি নেই॥
আমি কি তোমায় খুব বিরক্ত করছি | লিরিক্স | Ami Ki Tomai Khub Birokto Korchi | Lyric
- Get link
- X
- Other Apps
আমি কি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারো তা আমায় হয়তো আমার কোনো প্রয়োজন নেই কেন লেগে থাকি একটা কোণায় তুমি বলে দিতে পারো তা আমায় চিঠি লিখবো না ঐ ঠিকানায় আমারও তো মন ভাঙে চোখে জল আসে. আর অভিমান আমার ও তো হয় অভিমান আমার ও তো হয় যদি ঐ মুঠো ভরা শিউলিফুল যদি এই খুলে রাখা কানের দুল লক্ষীটি একবার ঘাড় নেড়ে সম্মতি দাও আমি যাই ছেড়ে এতবার আসা যাওয়া একই পথ দিয়ে কি তোমার তো চোখে পড়েনা এত কথা বলি পাখি হয়ে উড়ে যায় সব তোমাকেই ছুঁতে পারে না তাহলে কি আমি কেউ নই যেন অজানা ভাষায় লেখা বই আমারতো মনে হয় মাঝে মাঝে ছুঁয়ে দেখি সুযোগটা পাচ্ছি কই আমি সুযোগটা পাচ্ছি কই যদি ঐ মুঠো ভরা শিউলিফুল যদি এই খুলে রাখা কানের দুল লক্ষীটি একবার ঘাড় নেড়ে সম্মতি দাও আমি যাই ছেড়ে আমি কি তোমায় খুব বিরক্ত করছি.